বিশ্বকাপের আগে প্রত্যাবর্তন। আবার পাকিস্তানের অধিনায়ক হলেন বাবর আজম। ৩১ মার্চ বাবরকে ফের সাদা বলের ক্যাপ্টেন ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ওডিআই বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকে চিটকে গিয়েছিল পাকিস্তান। এরপরেই একপ্রকার হারের দায় চাপিয়ে বাবরকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেয় পাকিস্তান। এরপর টি-২০ ফর্ম্যাটের ক্যাপ্টেন বানানো হয় শাহিন শাহ আফ্রিদিকে। আর পাকিস্তানের টেস্ট অধিনায়ক বানানো হয় শান মাসুদকে।
আরও পড়ুন - শুভমান গিলের মধ্যে ভাল অধিনায়কের গুণ আছে, মনে করছেন গ্যারি কার্স্টেন
কিন্তু মাত্র চার মাসের মধ্যেই সরিয়ে দেওয়া হল শাহিন আফ্রিদিকে। সিংহাসনে ফেরানো হল বাবরকে। তবে, এখনও পাকিস্তানের টেস্ট অধিনায়কের দায়িত্ব নিয়ে কিছু বলেনি পাক ক্রিকেট বোর্ড।