ফাঁস হয়ে গেল বাবরের পেপ-টক। আর তাতে রেগে আগুন পাকিস্তানের এক প্রাক্তন অধিনায়ক। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি ম্য়াচের পর অনেকেই পাকিস্তান সম্পর্কে আশা হারিয়েছিলেন। গ্রুপে শেষ দুটি ম্য়াচ জিতে সেমিফাইনালে উঠেছে বাবর আজমের দল। শেষ ম্য়াচে বাংলাদেশকে হারানোর পর বাবরের সেই পেপ-টক বাইরে এসে গিয়েছে। আর তাতে ক্ষোভ ওয়াসিম আক্রমণের। মূলত বাবরের এই পেপ-টক টুইট করছে পিসিবি। তবে আক্রাম রাগ দেখিয়েছেন বাবরের উপরেই।
আক্রমের মতে, সাজঘর একজন ক্রিকেটারের কাছে সবচেয়ে গোপন জায়গা। কিন্তু আজকাল আর গোপন থাকে কোথায়, সবই তো বাইরে চলে আসে। আর এই কারণের পাক অধিনায়কের উপর ক্ষুব্ধ প্রাক্তন অধিনায়ক। আক্রমণের মত, দলের কথা বাইরে আসবে কেন ? কেন অনুমতি দেওয়া হবে ভিডিও তোলার। আর কেন সেই ভিডিও তোলার অনুমতি দিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।
জানা গিয়েছে, সে ভিডিও বাইরে এসেছে তার দীর্ঘ ১ ঘণ্টা ছয মিনিট। তাতে আরও অবাক হয়েছেন আক্রাম। তিনি মনে করেন, যিনি এই ভিডিও তুলেছেন, তাঁর কোনও ক্রিকেট টিমের ড্রেসিংরুমে থাকার অধিকার নেই। কারণ, একটা টিমের কাছে ড্রেসিং রুম সবসময় গোপনীয়তা বজার রাখার জায়গা। তবে যাই হোক আক্রাম আশাবাদী বাবরের পেপ-টকেই ঘুরে দাঁড়াবে পাকিস্তান। তিরিশ বছর পর কোনও বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠবে পাকিস্তান।