প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ২৬৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত (India vs Pakistan)। বোলিংয়ে তো নজর কেড়েছিল পাকিস্তান। ব্যাটিংয়ে নামলে কি ভারতকে (Team India) টেক্কা দিতে পারত পাকিস্তান। রবিবার ফের ভারত-পাকিস্তান ম্য়াচ। বাংলাদেশকে (Bangladesh) বড় ব্যবধানে হারানোর পর হুঙ্কার দিলেন পাক অধিনায়ক বাবর আজম।
লাহোরে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পাকিস্তান। সাংবাদিক বৈঠকে বাবর আজম বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যে মেজাজে খেলেছে, সেই আগুনে মেজাজ নিয়েই ভারতের বিরুদ্ধে নামতে চান তাঁরা। প্রত্যেক ম্যাচে টিম নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিয়েছে। তাই চাপমুক্ত হয়েই রোহিত ব্রিগেডের বিরুদ্ধে নামতে চায় পাকিস্তান।
আরও পড়ুন:হাফসেঞ্চুরি ইমামের, ৪ উইকেট রাউফের, বাংলাদেশকে ৭ উইকেটে হারাল পাকিস্তান
প্রথম রাউন্ডের ম্যাচে শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রাউফের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি ভারতের টপ অর্ডার। ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ে ভদ্রস্ত স্কোর করে ভারত। বাবর জানালেন, "বৃষ্টিতে ভারতের ব্যাটিংয়ে মনোসংযোগে ব্যাঘাত ঘটেছে, এমন নয়। বরং আমাদের বোলাররা আরও ভাল বল করেছিল। স্কোরবোর্ড দেখলেই তা বোঝা যায়। সেই খুনে মানসিকতা নিয়েই নামতে চাই।"