দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলঘোষণা করল বিসিসিআই। সুযোগ পেলেন বাংলার দুই ক্রিকেটার শাহবাজ আহমেদ ও মুকেশ কুমার। সিরিজে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।
৬ অক্টোবর T20 বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া রওনা দেবে টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজে তাই দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি। দলে জায়গা পেয়েছেন মহম্মদ সিরাজ ও দীপক চাহার। দলে নেই মহম্মদ শামি। এখনও জসপ্রীত বুমরার চোট নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বুমরা যদি বিশ্বকাপের আগে সুস্থ না হয়ে ওঠেন, তা হলে সুযোগ পাবেন সিরাজ বা চাহারের মধ্যে কোনও একজন।
ভাল পারফরম্যান্সের দাম পেলেন বাংলা রঞ্জি টিমের প্লেয়ার শাহবাজ ও মুকেশ। শাহবাজকে আগেই জিম্বাবোয়ে নিয়ে যাওয়া হয়। প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। ইরানি ট্রফিতে ভাল পারফরম্যান্স করেছে মুকেশ কুমারও। ওয়ান ডে টিমে এছাড়া সুযোগ পেয়েছে রজত পাতিদার। দলে আছেন শ্রেয়স আইয়ার, রুতুরাজ গাইকোয়াড়, শুভমান গিলরা। সুযোগ পেয়েছেন ইশান কিশান, সঞ্জু স্যামসন, আবেশ খানও।