শুক্রবার সকালে ইডেনে শুরু রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিনের ম্যাচ। বাংলার হয়ে বোলিং শুরু করেন মুকেশ কুমার এবং আকাশ দীপ। সৌরাষ্ট্রের হয়ে খেলা শুরু করলেও মুকেশের বলে এলবিডব্লিউ হন হারভিক। অর্ধশতরান পূরণের পরেই তিনি ড্রেসিংরুমে ফিরে যান। পাঁচ দিনের ম্যাচে এখনও হাতে অনেকটা সময়। তাই দিনের শুরুতেই 'ধীরে চলো' নীতিতে ব্যাটিং করছে সৌরাষ্ট্র।
ফাইনালে টসে হারাই কাল হয়ে যায় বাংলার। প্রথমে ব্যাট করতে নেমেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। মাত্র ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলা। প্রথম ওভারেই অভিমূন্য ঈশ্বরণকে ফেরান জয়দেব উনাদকড়। চেতন সাকারিয়া ফিরিয়ে দেন সুমন্ত গুপ্তকে। তিন নম্বরে নেমে ব্যর্থ সুদীপ ঘরামিও। ক্রিজে থাকতে পারেননি অনুষ্টুপ ও মনোজ তিওয়ারিও। সেখান থেকেই লড়াই করেন শাহবাজ ও অভিষেক। তবু ১৭৪ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস।
আরও পড়ুন- Pathaan : দেশে ৫০০ কোটির ক্লাবে 'পাঠান', প্রথম হিন্দি সিনেমা হিসেবে ইতিহাস গড়ল শাহরুখের সিনেমা