লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants ) হারিয়ে প্রথম টিম হিসেবে প্লে-অফে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। স্কোরবোর্ডে ছিল মাত্র ১৪৪ রান। ১৩ ওভার ৫ বলে শেষ হয়ে গেল লখনউ সুপার জায়ান্টসের ইনিংস। ৪ উইকেট পেলেন রশিদ খান (Rashid Khan)। ৩ ওভারে ৫ রান দিলেন মহম্মদ শামি (Mohammad Shami)। ৮২ রানে অলআউট হয়ে গেলেন কেএল রাহুলরা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৪৯ বলে ৬৩ রান করেন শুভমান গিল। শেষদিকে ডেভিড মিলান ও রাহুল টেওটিয়ার ইনিংসে ২০ ওভারে ১৪৪ রান তোলে গুজরাট।
আরও পড়ুন: চোট না পেলে ইউএস ওপেন থেকেই অবসর, জানালেন সানিয়া মির্জা
এই রান নিয়ে লখনউকে আটকানো সম্ভব ছিল না গুজরাটের। কিন্তু মহম্মদ শামি ও রশিদ খানের বোলিং আক্রমণে লখনউয়ের ব্যাটসম্যানরা ক্রিজে দাঁড়াতেই পারেননি। ৩ ওভারে ৫ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ শামি। একাই ৪ উইকেট নেন রশিদ খান। ইয়াশ দয়াল ২ উইকেট ও সাই কিশোরও ২ উইকেট তুলে নেন।