সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ৯ উইকেটে হারিয়ে ইতিহাস বাংলাদেশের (Bangladesh)। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয় সাকিবদের (Shakib Al Hasan)। বুধবার ম্যাচে পাঁচ উইকেট নেন বোলার তাসকিন আহমেদ (Taskin Ahmed)। তামিম ইকবাল, লিটন দাসের ব্যাটিংয়ে রান তাড়া করে সহজেই জয় পায় বাংলাদেশ।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৮৩ রানে পাঁচ উইকেট হারায় তাঁরা। এরপর কেউই আর সেভাবে ক্রিজে দাঁড়াতে পারেননি। বাংলাদেশের হয়ে দুরন্ত বোলিং করেন তাসকিন আহমেদ। ৯ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। ২ উইকেট নেন সাকিব আল হাসানও। মাত্র ১৫৪ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
আরও পড়ুন: আইপিএলের শুরু হওয়ার আগেই বাধা, প্রথম ৫টি ম্যাচে কেকেআর পাবে না কামিন্স ও ফিঞ্চকে
জবাবে ব্যাট করতে নেমে দারুণ পারফরম্যান্স করে বাংলাদেশ। ৪৮ রান করে আউট হন লিটন দাস। ৮২ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। ১৮ রান করে অপরাজিত ছিলেন সাকিব।