আন্তর্জাতিক টি- টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান। আর তাঁকে দেশের হয়ে লাল বলের ক্রিকেটে দেখা যাবে না তাঁকে। ২০০৭ সাল থেকে ২০২৪ পর্যন্ত প্রতি টি-২০ বিশ্বকাপেই দেশের হয়ে মাঠে নেমেছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসান।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ হেরে গিয়েছে বাংলাদেশ। এবার দ্বিতীয় টেস্টের পালা। কানপুরে আয়োজিত এই টেস্টে মাঠে নামার আগে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন শাকিব। শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে নয়, বাকি দুই ফরম্যাট থেকেও অবসর নেবেন শাকিব। ফলে, অনেকে মনে করছেন ভারতের মাটিতেই দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তিনি।
যদিও, শাকিব জানিয়েছেন, তিনি মীরপুরে শেষ টেস্ট খেলতে চান। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জানিয়েছেন, বাংলাদেশে যাওয়া নিয়ে তিনি চিন্তা করছেন না। তাঁর চিন্তা দেশ থেকে থেকে বেরিয়ে আসা নিয়ে। একইসঙ্গে তিনি জানান, যদি তাঁকে টেস্ট খেলে দেশ থেকে ফিরে আসা নিয়ে আশ্বস্ত করা হয়, তা হলে তিনি নিজের দেশে কেরিয়ারের শেষ টেস্ট খেলবেন।