টি২০ বিশ্বকাপের জার্সি উদ্বোধনে প্রতিবারই চমক অপেক্ষা করে। কিন্তু আসন্ন বিশ্বকাপের আগে নতুন জার্সিতে সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশ। দেশের বিভিন্ন ঐতিহ্যের সংমিশ্রণের প্রতিফলন উঠে এসেছে তাঁদের নয়া জার্সিতে। ওপার বাংলার আবেগ সুন্দরবন-দক্ষিণরায় এবং জামদানি শাড়ির ঐতিহ্য বহনকারী জার্সি প্রথম লুকেই মন জিতে নিয়েছে সমর্থকদের।
বরাবরের মতোই বেঙ্গল টাইগারদের জার্সির অধিকাংশই সবুজ। তার দু'পাশে রয়েছে লালের আভা। জার্সির মধ্যে সুন্দরী গাছের পাতার ছাপ রয়েছে যা সুন্দরবনের ঐতিহ্যকে প্রকাশ করেছে। ভিডিও প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্তা, " এবারের টি২০ বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ক্রিকেট দল তার জার্সির মধ্যে দিয়ে দেশজ ঐতিহ্যের এক নির্যাসকে তুলে ধরেছে।"
আরও পড়ুন- Ind VS SA : ভারতীয় ব্যাটারদের ব্যাটিং দাপট, গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত
সামনেই টি২০ বিশ্বকাপ। তার আগে শাকিব-লিটনরা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবেন। বিশ্বকাপের আগে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। তাঁদের পারফরম্যান্সও এমন কিছু আশাপ্রদ নয়। তবে সব ভুলে নতুন উদ্যোমে বিশ্বকাপে ঝাঁপাতে তৈরি বেঙ্গল টাইগাররা।