এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। চলতি মরশুমের কোন ম্যাচেই জয় পায়নি দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ৫ ম্যাচের ৫টিতেই হেরে রান রেট এসে ঠেকেছে তলানিতে। এরই মাঝে একাধিক ক্রিকেটারের সরঞ্জাম চুরির ঘটনায় জর্জরিত দিল্লি টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। ১৫ এপ্রিল আরসিবি ম্যাচের পর দিল্লি ফিরে ক্রিকেটাররা লক্ষ্য করেন কিট ব্যাগ থেকে ব্যাট, প্যাড, জুতো, গ্লাভস সহ একাধিক জিনিস উধাও। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ছাড়াও জিনিস খোয়া গিয়েছে মিচেল মার্শ, ফিল সল্ট ও যশ ধুলের।
দিল্লি ক্যাপিটালস সূত্রে খবর, চুরি যাওয়া ১৬টি ব্যাটের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ লক্ষ টাকা। উল্লেখ্য, এক শহর থেকে অন্য শহরে বিমানযাত্রা শেষে হোটেলে চেক ইনের পর নিজেদের কিট ব্যাগ হাতে পান ক্রিকেটাররা। ফলে একটা বড় সময় তাঁদের কিট ব্যাগ অন্যের ভরসায় ছেড়ে রাখতে হয়। তবে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।