বিশ্বকাপের আগে পাঁচ জনের নির্বাচক কমিটি (BCCI Selection Committee) বেছে নিল ভারতীয় ক্রিকেট উপদেষ্টা কমিটি। শনিবার বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, গতবারের নির্বাচক কমিটির প্রধান ছিলেন চেতন শর্মা (Chetan Sharma)। তাঁকেই রাখা হয়েছে নির্বাচক কমিটিতে।
তবে চেতন শর্মা থাকলেও বাকি ৪ জনই নতুন মুখ। নির্বাচক কমিটিতে এবার শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা ও শ্রীধরন শরৎ। ক্রিকেট উপদেষ্টা কমিটির দায়িত্ব ছিল নির্বাচক কমিটি তৈরি করার। তাঁরাই বেছে নিয়েছেন এই কমিটি। বোর্ডের তরফে জানানো হয়, প্রায় ৬০০ জন নির্বাচক হওয়ার আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে ৫ জনকে বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: অবসরের সিদ্ধান্ত নিলেন সানিয়া, কেমন ছিল তাঁর কেরিয়ার গ্রাফ
শিবসুন্দর দাস মধ্যাঞ্চলের প্রতিনিধি। শ্রীধরন শরৎ পশ্চিমাঞ্চলের প্রতিনিধি। বাংলা ও পূর্বাঞ্চলের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়।