ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ (Under 19 World Cup) বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল (Team India)। এই দুরন্ত সাফল্যের জন্য টিমের ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ সহ প্রত্যেকের জন্য পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) এই ঘোষণা করেছেন।
ক্রিকেটাররা প্রত্যেকে ৪০ লক্ষ টাকা পাবেন। টিমের সাপোর্ট স্টাফরা পাবেন ২৫ লক্ষ টাকা।
আরও পড়ুন:Sourav Ganguly: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজে থাকবে না কোনও দর্শক, জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
বিশ্বকাপে একটি ম্যাচেও হারেনি টিম ইন্ডিয়া। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে দুর্দান্ত বোলিং, তারপর চমৎকার ব্যাটিংয়ের নির্দশন রেখেছেন যুব ক্রিকেটাররা।