ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি প্রকাশিত হয়েছে। এই চুক্তিতে রয়েছেন মোট ৩০ জন ক্রিকেটার। কারা কারা রয়েছেন আর কত টাকাই বা পাবেন তাঁরা? রইল বিশদে।
বোর্ডের গ্রেড এ+
এই গ্রেডে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা। সকলেই বছরে ৭ কোটি টাকা করে পাবেন।
বোর্ডের গ্রেড এ
রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়া। তাঁরা পাবেন ৫ কোটি টাকা করে।
বোর্ডের গ্রেড বি
বছরে তিন কোটি টাকা পাওয়ার এই তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর পটেল এবং যশস্বী জয়সওয়াল।
আরও পড়ুন - আশঙ্কাই সত্যি হল, বিসিসিআই-এর বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেন ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার
গ্রেড সি
এই গ্রেডে রয়েছেন রিঙ্কু সিংহ, শিবম দুবে, মুকেশ কুমার, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, জীতেশ শর্মা,আরশদীপ সিংহ, শ্রীকর ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং রজত পাতিদার। প্রত্যেকেই পাবেন ১ কোটি টাকা করে।