দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরের আগে বিরাটের (Virat Kohli) মন্তব্যের জন্য তাঁকে শো-কজ করার কোনও পরিকল্পনাই ছিল না সৌরভের (Sourav Ganguly) । এই খবর সম্পূর্ণ ভুল । স্পষ্ট জানিয়ে দিলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ।
বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলির মন্তব্যের পর তাঁকে শো-কজ নোটিশ পাঠানোর পরিকল্পনা করেছেন সৌরভ । এমনকী, শোনা যায় বোর্ড সচিব জয় শাহর হস্তক্ষেপে শেষ পর্যন্ত তিনি নাকি কোনও পদক্ষেপ করেননি । এই বিষয়ে শুক্রবার মুখ খোলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । জানিয়ে দেন, তাঁর এই ধরনের কোনও পরিকল্পনা ছিল না । এটা একেবারেই সত্যি নয় ।
দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলির জানান, T20 অধিনায়কত্ব না ছাড়ার জন্য তাঁকে কোনওরকম অনুরোধ করা হয়নি বোর্ডের তরফে । তাঁর আরও দাবি, বাছাই মিটিংয়ের এক ঘণ্টা আগে তাঁকে জানানো হয় যে, তাঁকে ODI অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ।
যদিও সৌরভ আগেই দাবি করেছিলেন যে, BCCI চায়নি যে বিরাট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াক । এমনকী, তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধও করা হয় ।