চোট। দল থেকে বাদ পড়া। রঞ্জি ট্রফিতে না খেলা। একের পর এক ঘটনা নিয়ে অস্বস্তিতে শ্রেয়স আইয়ার। এবার রঞ্জি ট্রফিতে অংশ না নেওয়ার কারণে শ্রেয়স আইয়ারের উপরে বেজায় চটেছে বোর্ড। একই ঘটনা ঘটেছে ইশান কিষানের ক্ষেত্রেও। এই দুই ক্রিকেটারেরই রঞ্জিতে না খেলার সিদ্ধান্তের কারণে বাতিল হতে পারে কেন্দ্রীয় চুক্তিও।
দক্ষিণ আফ্রিকা সফরের পর ব্যক্তিগত কারণে লম্বা ছুটিতে রয়েছেন ইশান কিষান। বিসিসিআইয়ের নির্দেশ থাকা সত্বেও রঞ্জি খেলেননি তিনি। অন্যদিকে চোটের কারণে শ্রেয়স আইয়ারও রঞ্জি খেলেননি। পরে জানা গিয়েছে, 'ফিট' রয়েছেন আইয়ার। তার পরেই কার্যত ক্ষুব্ধ বোর্ড।
আরও পড়ুন - আকাশদীপ সিংয়ের ৩ উইকেট, সেঞ্চুরি জো রুটের, প্রথম দিনের শেষে ৩০২ রান ইংল্যান্ডের