৪৮ হাজার ৩৯০ কোটি টাকা। অল্পের জন্য ৫০ হাজার কোটির মাইলফলক হাতছাড়া হল ভারতীয় ক্রিকেট বোর্ডের। গত রবিবার থেকে সম্প্রচার সত্ত্ব নিয়ে যে ই-নিলাম শুরু হয়েছিল। তা শেষ হল মঙ্গলবার সন্ধ্য়ায়। বোর্ড সচিব জয় শাহের টুইট, টেলিভিশনে খেলা দেখানোর সত্ত্ব থাকল ডিজনি স্টারের কাছেই। ডিজিট্যাল সত্ত্ব দেওয়া হয়েছে ভায়াকমের কাছে। এছাড়াও বাছাই করা ১৮টি ম্যাচ দেখাবে ভায়াকম। বোর্ড সচিব জানিয়েছেন, বিদেশে ম্যাচ দেখানোর জন্য সত্ত্ব ভাগাভাগি হয়েছে ভায়াকম এবং টাইমস ইন্টারনেটের মধ্যে।
বোর্ডের দাবি, ভারতে খেলা দেখাবে ডিজনি স্টার। এ জন্য তারা সত্ত্ব কিনেছে ২৩,৩৭৫ কোটি টাকায়। আগামী পাঁচ বছরের জন্য ভারতের ডিজিট্যাল সত্ত্ব কিনেছেন ভায়াকম। দাম পড়েছে ২০,৫০০ কোটি টাকা। ৩,২৫৭.৫২ কোটি টাকা বাছাই করা ১৮টি ম্যাচ দেখানোর রাইটসও ভায়াকমের কাছে। আর ১০৫৮ কোটি টাকার বিনিময়ে বিদেশের মাটিতে টিভি ও ডিজিট্যাল সত্ত্ব কিনেছে ভায়াকম এবং টাইমস ইন্টারনেট।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেটের কাছে এক ঐতিহাসিক দিন। টুইটে এই দাবি বোর্ড সচিব জয় শাহের। কারণ, এতদিনে ব্র্যান্ড আইপিএল এক নতুন উচ্চতায় উঠেছে। কারণ, বোর্ডের রাজকোষ ভরল ৪৮, ৩৯০ কোটি টাকায়।