মঙ্গলবার মিলেছে আইপিএলে(IPL) যোগদানের ছাড়পত্র। এবার আইপিএলের দুই নতুন ফ্রাঞ্চাইজিকে খেলোয়াড়দের নাম জমা দেওয়ার সময়সীমা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
বোর্ড জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে লখনৌ এবং আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে তাদের ৩ ক্রিকেটারের নাম চূড়ান্ত করে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে দুই দলকেই ড্রাফট চূড়ান্ত করে ফেলার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু পরিবর্তিত সিদ্ধান্তে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: BWF: এবার ব্যাডমিন্টনের আসরেও করোনার থাবা, আক্রান্ত শ্রীকান্ত কিদাম্বী, অশ্বিনী পোনাপ্পা সহ পাঁচ খেলোয়াড়
আইপিএল-এর চেয়ারম্যান ব্রিজেশ পটেল মঙ্গলবারই জানিয়ে দিয়েছিলেন, ফেব্রুয়ারির ১২ এবং ১৩ তারিখ বেঙ্গালুরুতে আইপিএল-এর নিলাম হবে। এ বার নতুন দুই দলকে আগামী ২২ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে তাদের তিনজন ক্রিকেটারের নাম জানাতে বলা হল।
বিধিবদ্ধ সতর্কীকরণ : এডিটরজি আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অংশ