সৌরভ গাঙ্গুলী(Sourav Ganguly), রাহুল দ্রাবিড়ের(Rahul Dravid) নাম নেওয়ায় এবার শাস্তির কোপে পড়তে চলেছেন ঋদ্ধিমান সাহা(Wriddhiman Saha)। সূত্রের খবর, সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে বোর্ডের চুক্তি লঙ্ঘন করেছেন ভারতের এই উইকেটরক্ষক(Wriddhiman Saha)।
বোর্ডের গ্রেড বি-তে(Grade-B) বার্ষিক তিন কোটি টাকার চুক্তিতে রয়েছেন ঋদ্ধিমান। সেই চুক্তির ৬.৩ ধারায় লেখা আছে, ‘একজন ক্রিকেটার খেলা, আধিকারিক, খেলার কোনও ঘটনা, যান্ত্রিক ব্যবহার, নির্বাচন পদ্ধতি অথবা দল, বোর্ড, বোর্ডের সঙ্গে জড়িত কোনও ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলতে পারবেন না।’ শুধু তাই নয়, তাঁকে এক সাংবাদিক ‘হুমকি’ দিয়েছেন বলেও টুইট করে জানিয়েছেন তিনি।
ঋদ্ধির(Wriddhiman Saha) পাশে দাঁড়িয়ে সেই সাংবাদিকের নাম জানতে চেয়েছে বোর্ড(BCCI)। কিন্তু দ্রাবিড় এবং সৌরভের সঙ্গে ঋদ্ধির ব্যক্তিগত কথা সামনে নিয়ে আসায় খুশি নয় বিসিসিআই(BCCI)।
আরও পড়ুন- IPL 2022 Date: আইপিএল শুরু ২৬ মার্চ, ফাইনাল ২৯ মে, জানাল গভর্নিং কাউন্সিল
বিসিসিআই-এর বহু কর্তার মত, দ্রাবিড়ের(Rahul Dravid) সঙ্গে তাঁর হওয়া কথা প্রকাশ্যে আনা উচিত হয়নি ঋদ্ধির(Wriddhiman Saha)। বোর্ডের এক কর্তা বলেন, “রাহুল দ্রাবিড় জানিয়েছেন তিনি আঘাত পাননি। কিন্তু ক্রিকেটারদের সঙ্গে স্পষ্ট কথা তাঁকে বলতে হবে। তাঁর খারাপ লাগলেও এটা ব্যক্তিগত কথা ছিল, সেটা সামনে না আনাই ভাল ছিল।”