২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL 2022)। এবার একাধিক সংস্থাকে সম্প্রচার সত্ত্ব (Broadcast Rights) দিতে পারে বিসিসিআই। ক্রিকবাজ়ের একটি রিপোর্ট অনুযায়ী, নতুন মিডিয়া সত্ত্বের (New Media Rights) চুক্তিতে এই সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড।
আগামী ২ সপ্তাহের মধ্যে সম্প্রচার স্বত্ব নিয়ে টেন্ডার (Tender) বের করবে বিসিসিআই। টেন্ডারের বিজ্ঞাপনে একাধিক সম্প্রচার সংস্থা (Multiple Broadcasters) নিয়ে কোনও প্রস্তাব দেয় কিনা বোর্ড, তার জন্য অপেক্ষা করতেই হবে। তবে এই শর্তে রাজি হলে এবার একাধিক চ্যানেলে দেখা যাবে আইপিএল ম্যাচ।
আইপিএলের সম্প্রচার সত্ত্ব পাওয়ার জন্য প্রায় ৩০ হাজার কোটি টাকার চুক্ত হতে পারে। এই সম্প্রচার সত্ত্ব পাওয়ার জন্য লড়াইয়ে আছে স্টার, সোনি, অ্যামাজন, রিলায়েন্সের মতো বড় সংস্থারা।
আরও পড়ুন: মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা, প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে মামলা পুলিশের
অস্ট্রেলিয়া ক্রিকেট এর আগে একাধিক চ্যানেলে ম্যাচের সম্প্রচার সত্ত্ব ছেড়েছিল। ফক্স ও চ্যানেল সেভেন একসঙ্গে সম্প্রচার সত্ত্ব শেয়ার করে। সেই মডেলেই এগোতে পারে এবার বিসিসিআইও।