এশিয়া কাপে হাঁটুর চোটে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। এরপর নিশ্চিত হয়ে যায়, T20 বিশ্বকাপেও টিমে থাকতে পারবেন না অলরাউন্ডার। জানা গিয়েছে, জাদেজার চোট পাওয়া নিয়ে বোর্ডের আপত্তি নেই। কিন্তু কীভাবে চোট পেয়েছেন, তাতে নাকি বেজায় চটেছে বোর্ড। বিশেষ করে সামনে যখন বিশ্বকাপ, আরেকটু সতর্ক থাকতেই পারতেন জাদেজা, মনে করছে BCCI।
বোর্ডের কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাঠে স্কি-বোর্ডের উপর খেলছিলেন জাদেজা। যা অনুশীলনের অংশ ছিল না। সেখানেই দেহের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান জাদেজা। বিশ্বকাপের আগে এই ধরনের অসাবধানতা না নিলেই ভাল হত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে ক্রিকেটারকেই দোষারোপ করছেন ওই বোর্ড কর্তা। নিজের খামখেয়ালিপনার জন্যই জাদেজাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে মনে করা হচ্ছে।
এশিয়া কাপের পাকিস্তানের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স করেন রবীন্দ্র জাদেজা। জয়ের পর সি বিচে অ্যাডভেঞ্চার স্পোর্টসে গিয়েছিল গোটা টিম। সেখানে সার্ফিং, বোটিং, বিচ ভলিবলে অংশ নেন সকলেই। চোট পাওয়ার পর তাঁর অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা। এরপরই মুম্বই ফেরানো হয় জাদেজাকে। তাঁর পরিবর্তে টিমে আসেন অক্ষর প্যাটেল।