ভারতীয় ক্রিকেট বোর্ড বা BCCI শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি দিন-রাতের টেস্ট আয়োজনের পরিকল্পনা করছে৷ বেঙ্গালুরুতে (Bengaluru) হতে পারে এই ম্যাচ।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড বেঙ্গালুরুতেই শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) টেস্ট সিরিজ আয়োজন করতে চায়। কারণ কোভিডের কারণে এখন সব শহরে টেস্ট আয়োজন করা সম্ভব নয়।
আরও পড়ুন: Under-19 World Cup: যুব বিশ্বকাপের সেমিতে আজ অজিদের বিরুদ্ধে লড়াই ভারতের
শ্রীলঙ্কার ভারত সফর টেস্ট সিরিজ দিয়েই শুরু হওয়ার কথা ছিল । যদিও তা শুরু হচ্ছে টি২০ আর্ন্তজাতিক ম্যাচ দিয়ে । কারণ শ্রীলঙ্কার টি২০ দল অস্ট্রেলিয়া থেকে সিরিজ খেলে ভারতে আসবে । অর্থাৎ সরাসরি একটি বায়ো বাবল থেকে আরেকটিতে ঢুকে পড়বে।
তবে আদৌ সিরিজের প্রথম টেস্ট, যা বিরাট কোহলির (Virat Kohli) আর্ন্তজাতিক কেরিয়ারের শততম টেস্টও বটে, সেটি বেঙ্গালুরুতেই আয়োজিত হবে কি না নিশ্চিত নয়।