ভারতের ঘরোয়া ক্রিকেটে আবারও এসে পড়ল করোনা অতিমারীর (Covid-19 Pandemic) থাবা। বাতিল হয়ে গেল রঞ্জি ট্রফি (Ranji Trophy), সি কে নাইডু ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।
এই নিয়ে পর পর দু'বছর স্থগিত হল রঞ্জি ট্রফি। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল বিসিসিআই। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত, বিবৃতি দিয়ে বলল বোর্ড।
আরও পড়ুন: India Shardul : সিংহদেশে শার্দূল গর্জন, জো’বার্গে ঠাকুরের সাত উইকেটে এগিয়ে ভারত
গত বছরও করোনার জন্য রঞ্জি খেলা হয়নি। এ বছর ১৩ জানুয়ারি থেকে সেই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও আপাতত তা স্থগিত বলে জানিয়ে দিল বোর্ড। কবে সেই প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হবে তা এখনও জানায়নি বোর্ড।
বোর্ডের তরফে বলা হয়েছে, ’’মঙ্গলবার বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রঞ্জি ট্রফি, সি কে নাইডু ট্রফি এবং মেয়েদের টি২০ লিগ স্থগিত। সারা দেশে যে ভাবে করোনা সংক্রমণ বাড়ছে সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।’