ভারত-শ্রীলঙ্কা(India-Sri Lanka) টেস্ট সিরিজ নিয়ে সম্ভাবনাই সত্যি হল। জানা গেছে, ভারত-শ্রীলঙ্কা(India-Sri Lanka) দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকবে একটি দিন-রাতের ম্যাচ। বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কা গোলাপি বলের টেস্ট(Pink Ball Test) সম্ভাবনায় সিলমোহর দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(BCCI President Sourav Ganguly)। বেঙ্গালুরুর মাঠে এই দিন-রাতের টেস্ট খেলতে নামবে ভারতীয় দল(Indian Cricket Team)।
বিসিসিআই(BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) জানান, 'শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের সব ভেনু নিয়ে এখনও আমাদের মধ্যে আলোচনা হয়নি। খুব তাড়াতাড়ি সেই বিষয়ে জানানো হবে। তবে গোলাপি বলের টেস্ট হতে চলেছে বেঙ্গালুরুতে(Bengaluru)।'
আরও পড়ুন- U-19 World Cup: অধিনায়কের দুরন্ত শতরান! যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
এই নিয়ে তৃতীয়বার দেশের মাটিতে দিন-রাতের টেস্টের আয়োজন করবে বিসিসিআই(BCCI)। ২০১৯ সালে ইডেনে(Eden Gardens) প্রথম 'পিঙ্ক বল টেস্ট' খেলা হয় বাংলাদেশের(Bangladesh) বিরুদ্ধে। তারপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের(England) বিরুদ্ধে আহমেদাবাদে(Ahmedabad) হয় দ্বিতীয় টেস্ট। যদিও শ্রীলঙ্কা(Sri Lanka) ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসিসিআইকে(BCCI) অনুরোধ করা হয়েছে টেস্টের আগে টি-টোয়েন্টি(T-20) সিরিজ শুরু করার জন্য।