বিরাট কোহলির (Virat Kohli) পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সৌরভ জানিয়েছেন, ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার যে সিদ্ধান্ত বিরাট নিয়েছেন, তা সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ড (BCCI) এই সিদ্ধান্তকে সম্মান করে।
আরও পড়ুন: Rishabh Pant: বিরাটের পরে টেস্ট দলকে নেতৃত্ব দিন ঋষভ পন্থ, দাবি সুনীল গাভাসকরের
টুইটারে কোহলির প্রশংসা করে সৌরভ লিখেছেন, বিরাটের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল অভাবনীয় উন্নতি করেছে।
সৌরভ জানিয়েছেন, বিরাট কোহলি ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তিনি সেভাবেই দলে থাকবেন।