T20 বিশ্বকাপের সেমিফাইনালে হারের প্রভাব! নির্বাচক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। মেয়াদ শেষ হওয়ার আগেই চেতন শর্মাদের কার্যত ছেঁটে ফেলল বোর্ড।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটিকে এমন ভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। টুর্নামেন্টে ব্যর্থতার পর প্রশ্ন উঠেছে। বিতর্কিত দল নির্বাচনে প্রতিযোগিতাতেও প্রভাব পড়েছে। এবারও শুভমান গিল, সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারদের দলে না নেওয়ায় সমালোচনার শিকার হন নির্বাচকরা। শুক্রবার বোর্ডের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ছেলেদের ক্রিকেট টিমের পাঁচজন জাতীয় নির্বাচক নেওয়া হবে। ভারতের হয়ে কমপক্ষে ৭টি টেস্ট ও ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ১০টি ওয়ানডে ও ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেললেও আবেদন করা যাবে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ বছর আগে অবসর নিয়েছেন, এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ২৮ নভেম্বর সন্ধে ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।