বিশ্বকাপ শেষ হল না। তার আগেই ঠিক হয়ে গেল ভারতের নিউজিল্য়ান্ড ও বাংলাদেশ সফরের জন্য দল। সোমবার বোর্ডের ঘোষণা ছিল পরতে পরতে চমক। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রাম দিয়ে এই প্রথম কোনও বিদেশ সফরে দুটি পৃথক ফরম্যাটে দু জন আলাদা অধিনায়ক নেতৃত্ব দেবে টিম ইন্ডিয়াকে। কিউইদের মাটিতে একদিনের সিরিজে নেতা শিখর ধাওয়ান। টি-টোয়েন্টি সিরিজ ভারতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার কাঁধে। এই সফরে ভারত শুধু মাত্র ৫০ ওভার ও ২০ ওভারের ম্যাচ খেলবে। তবে বাংলাদেশ সফরে পূর্ণ শক্তি নিয়েই একদিনের ম্যাচ ও টেস্ট খেলবে রোহিত শর্মার ভারত। এই সিরিজে চোট সারিয়ে দলে ফিরছেন রবীন্দ্র জাডেজা। তবে নাম নেই জসপ্রীত বুমরার।
১৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের মাটিতে ভারতের সফর শুরু। ওয়েলিংটন থেকে শুরু ভারতের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজ শেষ হবে ২২ নভেম্বর নেপিয়ারে। হার্দিকের ভারতের সিনিয়র ক্রিকেটার বলতে ভুবনেশ্বর কুমার, সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন। বাকি সবাই নতুন মুখ। বিদেশের মাটিতে সুযোগ দেওয়া হয়েছে উমরান মালিককে। আস্থা দেখানো হয়েছে কুল-চা জুটির উপর।
২৫ তারিখ থেকে শুরু ধাওয়ানের পরীক্ষা। তিনটি একদিনের ম্য়াচে শিখরের ডেপুটি ঋষভ পন্থ। এখানে বিশ্রামে হার্দিক। দলে ফিরেছেন দীপক চাহার। জায়গা পেয়েছেন বাংলার শাহবাজ আহমেদ। অকল্যান্ড, হ্যামিলটন এবং ক্রাইস্টচার্চে হবে একদিনের ম্য়াচ।
ডিসেম্বরে পূর্ণ শক্তি নিয়ে ভারতের বাংলাদেশ সফর। প্রথমে তিনটি একদিনের ম্য়াচ। পরে দুটি টেস্ট। প্রথম টেস্ট চট্টগ্রামে। দ্বিতীয় টেস্টে রোহিত শর্মারা খেলবেন ঢাকায়। বাংলাদেশ সফরে একটি নতুন মুখ। তিনি রজত পাতিদার।