আলোচনা হচ্ছে ভারতের কোচ গৌতম গম্ভীরকে ঘিরে। আর কয়েকদিন পরেই অস্ট্রেলিয়া যাচ্ছে ভারতীয় দল। শ্রীলঙ্কার মাঠে একদিনের সিরিজ। আর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হার। এই পরিসংখ্যান নিয়ে ক্যানবেরার বিমানে উঠবেন গুরু গম্ভীর।
প্রশ্ন হচ্ছে সেখানে সিরিজ হারলে কী হবে ? ফিরে এসে ভারতীয় সিংহাসনে কোচের মুকুট তাঁর মাথায় থাকবে, নাকি বদলে যাবে গম্ভীরের ভূমিকা ? ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে এই প্রশ্নতে আড়াআড়ি ভাগ এখন কর্তারা। রাহুল দ্রাবিড় পরবর্তী ভারতীয় ক্রিকেটে গৌতমের আর্বিভাবের সময় থেকেই উঠেছিল প্রশ্ন।
এমন হাই-প্রোফাইল ভারতীয় দলে গৌতম গম্ভীর ফিট তো ? সেই সময় বোর্ড সচিব জয় শাহ দাবি করেছিলেন, বিরাট-রোহিতদের হেডস্যর হিসাবে গম্ভীরের কোনও বিকল্প নেই। কিন্তু স্বপ্নের সঙ্গে বাস্তবের ফারাক রয়েছে। সেটাই মাঠে নেমে বুঝিয়ে দিয়েছেন কিউইরা।
সূত্র বলছে, কিউইদের বিরুদ্ধে গুরু গম্ভীরের তিনটি ভুলই ভারতের পতন ডেকে এনেছিল। এক, ঘরের মাঠে ঘূর্ণি পিচ বানানোর পুরনো অভ্যাস। দুই, বিরাটকে নিয়ে ব্যাটিং অর্ডারে পরীক্ষা। আর তিন, বেঙ্গালুরুতে টস জয়ের পর বিরাট ভুল সিদ্ধান্ত। কিন্তু মাত্র চার মাসের মধ্যেই গম্ভীরের উপর থেকে মোহ উঠছে কেন ?
কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা বুঝে গিয়েছেন, আইপিএলে কোনও দলকে চ্যাম্পিয়ন করানো আর টেস্ট ক্রিকেটে ভারতকে সিরিজ জেতানো এক ঘটনা নয়। বিশেষ করে ঘরের মাঠে প্রথম পরীক্ষাতেই ফেল করেছেন গুরু গম্ভীর। যা অস্ট্রেলিয়া যাওয়ার আগে উদ্বেগ তৈরি করেছে।