জীবন্ত কিংবদন্তি শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরির এক দশক পূর্তি হল। ২০১২ সালের ১৬ মার্চ এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েছিলেন মাস্টারব্লাস্টার ৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই শেষ শতরান ছিল সচিনের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফেও টুইট বার্তায় শচীনকে শুভেচ্ছা জানানো হয়েছে। বোর্ড লিখেছে, 'আজকের দিনেই কিংবদন্তি শচীন তেন্ডুলকর ইতিহাস গড়েছিলেন। বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি সেঞ্চুরির মালিক হয়েছিলেন তিনি।' সেই সঙ্গে শচীনের সেদিনের শতরানের পর সেলিব্রেশনের ছবিও পোস্ট করেছে বিসিসিআই।
আরও পড়ুন: IPL 2022: পন্টিং, পন্থের সঙ্গে দিল্লি ক্যাপিটালসে জোট বাঁধলেন শেন ওয়াটসন
শততম সেঞ্চুরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল শচীনকে। ২০১১ বিশ্বকাপে নিজের ৯৯ তম শতরানটি করেছিলেন মাস্টার ব্লাস্টার। এরপর প্রায় ৩৫টি ইনিংসের অপেক্ষা। ২০১১ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের ৯৯ তম শতরানটি করেছিলেন শচীন। এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে সচিনের ব্যাট থেকে ১৪৭ বলে ১১৪ রানের দুরন্ত শতরান এসেছিল ৷