তিনি যেতে চাইলেও, তাঁকে ছাড়ছে না ভারতীয় ক্রিকেট। আগামী দু বছরের জন্য ভারতীয় ক্রিকেটের হেড স্যরের পদে রাহুল দ্রাবিড়কে রেখে দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে দাবি করা হয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই রাহুলের সঙ্গে এই ব্যাপারে চুক্তি করা হবে।
আরও দু বছর এই পদে দ্রাবিড় থাকলে, তাঁর ভবিষ্যৎ চ্যালেঞ্জ হল ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে, রাহুল দ্রাবিড় বোর্ডের এই প্রস্তাব গ্রহণ করবেন কীনা, তা নিয়ে এখনও খবর নেই। কারণ, দ্রাবিড়ের কাছে ইতিমধ্যেই আইপিএল থেকে অফার রয়েছে। তাঁকে নতুন মেন্টর হিসাবে অফার করেছে লখনউ সুপার জায়েন্ট।
তার মধ্যে এক বোর্ড কর্তা জানিয়েছেন, দ্রাবিড়কে চাইছেন খোদ বোর্ড সচিব জয় শাহ। তাই দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে লক্ষ্মণে আস্থা দেখানো হতে পারে। তবে একদিনের সিরিজ থেকে ভারতীয় সাজঘরের হাল ধরবেন রাহুল দ্রাবিড়ই।