ধর্মশালায় অবশেষে বল ধরলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। দ্বিতীয় দিনে লাঞ্চের পর বল করতে এসে আউট করে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। স্টোকসের বলে ১০৩ রানে আউট হলেন রোহিত। পরিসংখ্যান বলছে, প্রায় ১৮২ দিন পর বল হাতে প্রথম উইকেট পেলেন ইংল্যান্ড অধিনায়ক।
শেষবার অ্যাসেজ সিরিজ বল করেছিলেন স্টোকস। এরপর হাঁটুতে চোটের কারণে বল করা থেকে সরে আসেন তিনি। কিন্তু ধর্মশালায় তাঁকে বল করতে কার্যত বাধ্য করান ভারতীয় ব্যাটাররা। যে বলে রোহিতকে আউট করেছেন স্টোকস, তার গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার।
এই বল দেখে ধর্মশালায় অবাক হয়েছেন দুই ব্রিটিশ বোলার জেমস অ্যান্ডারসন এবং মার্ক উড। ইতিমধ্যেই দ্বিতীয় টেস্টে তিনশো রানের গন্ডি পেরিয়ে গিয়েছে ভারত। এগিয়ে রয়েছে ১০০-এর বেশি রানে। রোহিতের পাশাপাশি এই টেস্টে শতরান করা শুভমন গিলও আউট হয়েছেন ১১০ রান করে।