আইপিএলে খেলবেন না বেন স্টোকস। গত মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। খেলার ধকল, ফিটনেসের জন্য আইপিএলে খেলবেন না বলে জানান স্টোকস। এই সিদ্ধান্ত মেনে নিয়েছে সিএসকে ফ্র্যাঞ্চাইজিও।
ওয়ানডে ক্রিকেটে অবসর নিয়ে ফেলেছিলেন স্টোকস। সেই অবসর ভেঙেই বিশ্বকাপ খেলতে আসেন। কয়েকটি ম্যাচ মাঠের বাইরে থাকেন। একটি সেঞ্চুরিও করেন তিনি। স্টোকস জানান, বিশ্বকাপের পর তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হবে। মাঠে ফিরতে সময় লাগবে তাঁর।
২০২৩ আইপিএলের আগে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে স্টোকসকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। গোটা মরশুমে মাত্র ২ ম্যাচ খেলেন তিনি। সেই সময়ও হাঁটুতে চোট ছিল তাঁর। এবার টুর্নামেন্টের চার মাস আগেই সরে গেলেন স্টোকস।