উল্কার গতিতে তাঁর উত্থান। থামলেনও হঠাৎ। সোমবার বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়ে একদিনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলেই এই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি।
মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে। ওই ম্যাচেই শেষ হচ্ছে স্টোকসের একদিনের কেরিয়ার। এগারো বছর আগে একদিনের ক্রিকেট তাঁর অভিষেক। প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। ১০৪ ম্যাচে ইংলিশ এই অলরাউন্ডারের রান ২৯১৯। ঝুলিতে তিনটি শতরান। ২১টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ১০২। ভারতের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া একদিনের সিরিজে মোটেই ভাল ফর্মে ছিলেন না তিনি। তাঁর এই অবসর ঘোষণা, আরও একজন তারকা ক্রিকেটার হারাল ইংল্যান্ড।
দিন কয়েক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নেতা ইয়ন মর্গ্যান। এবার ইংল্যান্ড হারল, তার আরও এক যোদ্ধাকে। রুটের বদলে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক স্টোকস। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৩-০ হারিয়ে অধিনায়ক হিসাবে যাত্রা শুরু হয় তাঁর। এজবাস্টন টেস্টেও ভারতকে হারান। বোঝাই যাচ্ছে, টেস্ট এবং টি-টোয়েন্টিতে আরও মনঃসংযোগ করতে চাইছেন তিনি।