বিজয় হাজারে ট্রফিতে গুজরাতের বিরুদ্ধে জিতে শেষ আটে জায়গা করে নিল বাংলা। ৮ উইকেটে জিতলেন সুদীপ ঘরামিরা। সেঞ্চুরি করলেন সুদীপ ও অনুষ্টুপ। ৪ ওভার বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালে উঠল বাংলা।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুদীপ। মুকেশ কুমার ও আকাশদীপ সিং জাতীয় দলে আছেন। টিমের পেস আক্রমণ সামলান ইশান পোড়েল ও মহম্মদ কাইফ। অভিষেক হয় সুমন দাসের। তিনি বাংলার হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ২ উইকেট তুলে নেন। ২ উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিকও।
গুজরাতের হয়ে সেঞ্চুরি করেন প্রিয়ঙ্ক পঞ্চল। ১১৪ বলে ১০১ রান করেন তিনি। সৌরভ চৌহান ও প্রিয়ঙ্ক ৯৪ রানের পার্টনারশিপ করেন। ৫৩ রান করেন সৌরভ।