রঞ্জির কোয়ার্টার ফাইনালে ৭০ বছরের রেকর্ড ভাঙল বাংলা (Bengal Ranji Team)। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৭৭৩ রান তুলে ইতিহাসে অভিমন্যূ ঈশ্বরনরা। বাংলার রঞ্জি ইতিহাসে এটিই সবচেয়ে বড় রানের ইনিংস।
১৯৫১-৫২ মরশুমে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ৭৬০ রান করেছিল বাংলা। এতদিন পর্যন্ত সেটিই ছিল বাংলার এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড। বুধবার সাত উইকেট হারিয়ে বাংলার রান ছিল ৭৭৩। তারপরই ইনিংস ডিক্লেয়ার করেন বাংলার অধিনায়ক অভিমন্যূ। রঞ্জির ইতিহাসে এক ইনিংসে সবথেকে বেশি রান করেছে হায়দরাবাদ। ১৯৯৩-৯৪ মরশুমে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ৯৪৪ রান তোলে তাঁরা।
বুধবার ১২৯ বছরের পুরনো রেকর্ড ভাঙে বাংলা। ১৮৯৩ সালে অস্ট্রেলিয়ার একটি দলের আট ব্যাটার ইংল্যান্ডের অক্সফোর্ড ও কেমব্রিজ ইউনিভার্সিটির যৌথ টিমের বিরুদ্ধে হাফসেঞ্চুরি বা তার বেশি রান করে। সেই রেকর্ড ভেঙে বুধবার বিশ্বরেকর্ড গড়ে বাংলা।
আরও পড়ুন: রঞ্জিতে ভাঙল ১২৯ বছরের রেকর্ড, ৯ জনের ইনিংসে সাতশো পার বাংলার
বৃহস্পতিবার খেলার চতুর্থ দিনে ২৯৮ রানে শেষ হয়ে যায় ঝাড়খণ্ডের ইনিংস। সেঞ্চুরি করেন ঝাড়খণ্ডের ব্যাটসম্যান বিরাট সিং। হাফসেঞ্চুরি করেন নাজ়িম সিদ্দিকি। দ্বিতীয় ইনিংসে নেমে ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান করেছে বাংলা।