লিওনেল মেসি হতে পারলেন না মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। সুযোগ এসেছিল। কেরিয়ারের শেষ রঞ্জি ট্রফি (Ranji Trophy)। তাও ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ফাইনাল। শেষ তিন মরশুমে দুবার রঞ্জি ট্রফির ফাইনালে উঠেও বাংলাকে চ্যাম্পিয়ন করতে পারলেন না মনোজ তিওয়ারি।
আর হয়তো ২২ গজে দেখা যাবে না মনোজকে। ম্যাচের পর বোর্ডকে ধন্যবাদ জানালেন মনোজ। তিনি বলেন, "চ্যাম্পিয়ন হওয়ার জন্য জয়দেব উনাদকড় ও ওর দলকে অভিনন্দন। ফাইনাল খেলার জন্য উনাদকড়কে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়ায় বোর্ডকে ধন্যবাদ। ওরা একটা নজির তৈরি করল।"
আরও পড়ুন: উইকেট হারিয়েও দিল্লিতে দ্বিতীয় টেস্ট জয়ের কাছে ভারত
বাংলার ব্যর্থতা নিয়েও মুখ খুলেছেন অধিনায়ক মনোজ। তিনি জানান, প্রথম দিন টস হারার পর থেকেই পিছিয়ে পড়েছিলাম। উইকেটে ভেজা ভাব ছিল। এরপর লড়াই করতে পারিনি। বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ লাগছে। তবে এর মধ্যেও আনন্দ দিয়েছে বোলাররা। ওরা যেভাবে বল করেছে, তার প্রশংসা করতেই হবে।