বাংলার কোচের পদ থেকে ইস্তফা দিলেন কোচ অরুণ লাল (Arun Lal)। মঙ্গলবার সিএবি-তে গিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে আসেন তিনি। বাংলাকে ২০২০ সালে রঞ্জি ফাইনালে (Ranji Trophy Final) তুলেছিলেন। এবার সেমিফাইনাল থেকে ছিটকে যায় টিম। এবার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অরুণলাল।
এবার রঞ্জিতে দারুণ ফর্মে ছিল বাংলা। কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়ে টিম। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনালে লড়াই করেও হারতে হয় বাংলাকে। অরুণ লাল জানিয়েছেন, তিনি ক্লান্ত। তাঁর পক্ষে আর দলের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। শারীরিকভাবে আর পারছেন না তিনি। তাই সিএবিতে গিয়ে ইস্তফা দেন তিনি।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা, এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে বাংলাদেশ
সিএবি সূত্রে খবর, অরুণ লাল মঙ্গলবার যখন সিএবি যান, তখন অভিষেক ডালমিয়া ছিলেন না। সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। অরুণ লাল প্রত্যাশা করছেন, তাঁর সিদ্ধান্তকে সম্মান দেবে সিএবি।