শুক্রবার ইডেনে (Eden Gardnes) নতুন শুরু করার শপথ মনোজদের (Manoj Tiwari)। ঘরের মাঠে ইডেনে শুরুটা ভাল হয়নি বাংলার। কিন্তু অধিনায়ক আশাবাদী, ফের ঘুরে দাঁড়াবে টিম।
বৃহস্পতিবার সবুজ ঘাসের উইকেট বুমেরাং হয়ে ফিরেছে তাঁদের। প্রথম সেশনে এমন উইকেটে ব্যাটিং করা যে কোনও দলের পক্ষেই কঠিন হবে। সেটাই কাজে লাগাতে চাইছেন মনোজ তিওয়ারিরা। আকাশদীপ সিং ও মুকেশ কুমারকে কাজে লাগিয়ে প্রথম সেশনে যত দ্রুত উইকেট তুলে নিতে পারবেন, তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবে বাংলা (Bengal)।
আরও পড়ুন: প্রথম দিন অ্যাপ্লিকেশনে ভুল ছিল, মানছেন অধিনায়ক মনোজ তিওয়ারি
মনোজ বৃহস্পতিবার ম্যাচের পর জানান, এই মরশুমে অনেকবারই বাংলা এমন পরিস্থিতিতে পড়েছিল। তারপরও ফিরে এসেছে। অধিনায়ক মনোজ তিওয়ারি এবারও সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যয়ী। তবে সৌরাষ্ট্রকেও হালকা ভাবে নিতে চাইছেন না। প্রথম সেশনটাই তাই বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।