৬২ রানে পিছিয়ে চতুর্থ দিন খেলতে নেমেছে বাংলা।শুরুতেই ফিরলেন শাহবাজ আহমেদ ও মনোজ তিওয়ারি। রান আউট হয়ে ফিরলেন শাহবাজ। ২৭ রান করেন তিনি। ৬৮ রান করে ফিরলেন মনোজও।
তৃতীয় দিন সকালে ইডেনের উইকেট অনেকটাই সহজ হয়েছে। তবে সকালেই দুই সেট ব্যাটসম্যানের আউটে বড় ধাক্কা বাংলার। ফিরেছেন টপ অর্ডারের ব্যাটসম্যানরাও।
ফাইনালের আগে যতটা আত্মবিশ্বাসী দেখিয়েছিল, তা যেন কোথাও হারিয়ে গেল সৌরাষ্ট্রের বিরুদ্ধে। প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানে অলআউট হয়ে যায় বাংলা। জবাবে ৪০৪ রান তোলে সৌরাষ্ট্র। ৪ উইকেট নেন বাংলার বোলার মুকেশ কুমার। ৩টি করে উইকেট পান ইশান পোড়েল ও আকাশদীপ সিং। তৃতীয় দিন ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ফেলে বাংলা। অনুষ্টুপ মজুমদার ও মনোজ তিওয়ারি বড় রান করলেও তা যথেষ্ট ছিল না। একাই ৫ উইকেট তুলে নেন মনোজ। ৩ উইকেট পান চেতন সাকারিয়া