বিশাখাপত্তনমে দ্বিতীয় দিনেও ভাল জায়গায় বাংলা। শনিবার তিন উইকেট হারিয়েছে অন্ধ্রপ্রদেশ। ক্রিজে আছেন হনুমা বিহারী। সেটাই চিন্তা মনোজ তিওয়ারিদের। তৃতীয় দিনের শুরুতে দ্রুত উইকেট তোলাই লক্ষ্য বাংলার।
প্রথম দিন ৪ উইকেটে ২৮৯ রান তুলে শেষ হয়েছিল খেলা। শেষদিকে অভিষেক পোড়েল একাই টানলেন। তাঁর ৭০ রানের অনবদ্য ইনিংসে ৪০৯ রান পার করল বাংলা। জবাবে ব্যাট করতে নেমে ১১৯ রান তুলল অন্ধ্রপ্রদেশ। এখনও ২৯০ রানে এগিয়ে বাংলা।
এদিন রঞ্জিতে নজর কেড়েছেন মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফ। প্রশান্ত কুমারের উইকেট তুলে অভিষেক করলেন তিনি।