যতটা ভাল শুরু হওয়ার কথা ছিল, ততটা ভাল শুরু করতে পারল না বাংলা (Bengal)। দ্বিতীয় ইনিংসে নেমে মধ্যাহ্নভোজের আগেই একটি উইকেট হারিয়ে ফেলেছিল।
তৃতীয় সেশনে (Ranji Trophy Final) আরও দুটি উইকেট হারিয়ে ফেলে বাংলা। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলার রান ৫৭। লড়ছেন অধিনায়ক মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার।
আরও পড়ুন: কেন বোর্ড থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা, চটেছিলেন কোচ-অধিনায়ক!
প্রথম ইনিংসে ১৭৪ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৪০৪ রান তোলে সৌরাষ্ট্র। বাংলার বোলাররা তৃতীয় দিন নিজেদের কাজ করে দিয়েছেন। এবার বড় স্কোর না করতে পারলে রঞ্জি ফাইনালে বড় ব্যবধানে হারের আশঙ্কা বাংলার।