রঞ্জির সেমিফাইনালে (Ranji Trophy Semi Final) মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ৩৪১ রান তাড়া করতে নেমে ভেঙে পড়ল বাংলার টপ অর্ডার। তবে ৮৪ রান করে ক্রিজে অপরাজিত বাংলার মন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। সঙ্গে আছেন শাহবাজ আহমেদ। দ্বিতীয় দিনের শেষে বাংলার রান ৫ উইকেটে ১৯৭।
মধ্যপ্রদেশের বোলিংয়ের কাছে এদিন মুখ থুবড়ে পড়ে বাংলার ব্যাটিং লাইন আপ। শূন্য রানে ফেরেন অভিষেক রামন ও সুদীপ ঘরামি। ৪ রান করেন অনুষ্টুপ মজুমদার। ২২ রান করেন অভিমন্যূ ঈশ্বরন। ৯ রানে আউট হয়ে ফেরেন অভিষেক পোড়েল। প্রথম ওভারে পরপর দুটি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলা। তবে ক্রিজে টিকে আছেন মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ। রঞ্জির সেমিফাইনালে তৃতীয় দিনে সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে মনোজ। বড় রান করে বাংলাকে কি প্রথম ইনিংসে এগিয়ে দিতে পারবেন প্রাক্তন অধিনায়ক! সেটাই প্রত্যাশা অনুরাগীদের।
আরও পড়ুন: যুবভারতী পেল এক অন্য সুনীলকে, স্বপ্নের ফুটবল ভারত অধিনায়কের
এদিন বাংলার বোলারদের দাপটে ৩৪১ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। ৪ উইকেট নেন মুকেশ কুমার। তিন উইকেট নেন শাহবাজ আহমেদ। দুটি উইকেট নেন আকাশদীপ সিং। মধ্যপ্রদেশের হয়ে দুই উইকেট নিয়েছেন কুমার কার্তিকেয় ও পুনীত দাতে। এক উইকেট পেয়েছেন সারাঙ্গস জৈন।