ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বইয়ের বিরুদ্ধে এক ইনিংস ও ৪ রানে হারল বাংলা। অনুষ্টুপ মজুমদারের শতরানের পরেও মান বাঁচাতে পারল না বাংলা। প্রথম ইনিংসে মুম্বই করে ৪১২ রান।
বাংলার প্রথম ইনিংস শেষ হয় ১৯৯ রানে। ফলো অন করে মুম্বই। ফলো অন বাঁচাতে ২১৩ রান প্রয়োজন ছিল।৪ রান বাকি থাকতেই ইনিংসে হারলেন মনোজ তিওয়ারিরা। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট তুলে ম্যাচের সেরা মুম্বইয়ের বোলার মোহিত অবস্তি।
রঞ্জির চলতি মরশুমে এই প্রথম হারের মুখ দেখল বাংলা। B গ্রুপের তিন নম্বরে থাকল বাংলা। প্রথম ইনিংসে মুম্বইয়ের হয়ে অধিনায়ক শিবম দুবে ৭২ রান করেন। সূর্যাংশ শেদগে করেন ৭১ রান। পৃথ্বী শ-এর ব্যাট থেকে আসে ৩৫ রান। জবাবে ব্যাট করতে নেমে শতরান করেন অনুষ্টুপ মজুমদার। কিন্তু সেই সেঞ্চুরি কাজে এল না বাংলা। দ্বিতীয় ইনিংসে অভিষেক পোড়েলের ব্যাটে আসে ৮২ রান। অধিনায়ক মনোজ তিওয়ারি করেন ২৬ রান।