গুয়াহাটিতে সিরিজ জয় সম্পন্ন হয়েছে। ইনদৌরে আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নিয়মরক্ষার ম্য়াচ। মাঠে নামার আগে এই ম্য়াচে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশ্রামে যাচ্ছেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। দলে নেওয়া হতে পারে শ্রেযস আইয়ার এবং বাংলার শাহবাজ আহমেদকে। সেক্ষেত্রে বদলাতে পারে ওপেনিং জুটি। রোহিতের সঙ্গী হতে পারেন ঋষভ পন্থ বা সূর্য কুমার যাদব।
অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে টিম ইন্ডিয়ার। তাই, এবার পরীক্ষা-নিরিক্ষার পথে হাঁটতে চাইছেন কোচ রাহুল দ্রাবিড়। এই ম্য়াচে বোলিং দফতরেও কিছু পরিবর্তন হতে পারে। উমেশ যাদব নাকি মহম্মদ সিরাজ, তা ঠিক হতে পারে ম্যাচের আগেই। মনে করা হচ্ছে লোকেশ রাহুলের জায়গায় একজন অতিরিক্ত বোলারকে দেখে নিতে চান দ্রাবিড়। সেই কারণেই ভাবনায় রয়েছে উমেশ এবং সিরাজের নাম।
মূলত ডেথ ওভারে বোলিং বিপর্যয় সামলাতেই সিরাজকেই এই ম্য়াচে মাঠে নামানোর কথা ভাবা হচ্ছে। কারণ, বুমরা নেই। ছন্দে নেই হর্ষলও। তাই হায়দরাবাদের সিরাজকেই একদিনের সিরিজের আগে খেলানোর কথা ভাবছে টিম ম্য়ানেজমেন্ট।