অভিজ্ঞতা বলতে বাংলার হয়ে মাত্র চারটি ম্য়াচ খেলার। কিন্তু সোমবার বেঙ্গালুরুর মাঠে তিনিই নায়ক হয়ে উঠলেন। সুদীপ ঘরামি। তাঁর অপরাজিত শতরানে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে দিনের শেষে বেশ ভাল জায়গায় বাংলা। দিনের শেষে বাংলার স্কোর এক উইকেটে ৩১০ রান। সুদীপের সঙ্গে ৮৫ রান করে অপরাজিত বাংলার আর এক ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার।
এদিন টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ঝাড়খণ্ড। কিন্তু শাহবাজ নাদিম, অনুকুল রায়কে সামলে ভালই শুরু করে বাংলা। দুই ওপেনার অধিনায়ক অভিমূন্য ঈশ্বরণ এবং অভিষেক রামন শুরুতে বড় রানের দিকে দলকে এগিয়ে নিয়ে যায়। ৪১ রানের মাথায় পিঠে চোট পেয়ে মাঠ ছাড়েন অভিষেক। যদিও বাংলা শিবির থেকে দাবি করা হয়েছে, সুস্থ আছেন অভিষেক। ব্য়াট করতে পারবেন।
৬৫ রান করে আউট হন বাংলার অধিনায়ক অভিমূন্য। এরপর অভিজ্ঞ অনুষ্টুপের সঙ্গে ইংনিসকে এগিয়ে নিয়ে যান সুদীপ। সুদীপের অপরাজিত ১০৬ সাজানো ১৩টি চার ও ১টি ওভার বাউন্ডারিতে। ১১টি চার মেরে ৮৫ রানে ব্যাট করছেন অনুষ্টুপ।