রঞ্জি ট্রফিতে ৬ বছর পর ফিরলেন। আর ফিরেই একা ৮ উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার। উত্তরপ্রদেশ বনাম বাংলা ম্যাচের প্রথম দিন পড়েছিল ১৫ উইকেট। ৫ উইকেট তুলে নেন ভুবি। এদিন তুললেন ৩ উইকেট। ১৮৮ রানে শেষ হল বাংলার ইনিংস। ১২৮ রানের লিড নিলেন মনোজ তিওয়ারিরা।
মাত্র ৬০ রানে অলআউট হয়েছিল উত্তরপ্রদেশ। তাঁর নেপথ্যে ছিলেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। একাই নিয়েছিলেন ৪ উইকেট। এদিন ব্যাট হাতেও সাফল্য পেলেন। ৪৫ রান করে অপরাজিত ছিলেন। সূরজ সিন্ধু জয়সওয়ালের সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ করেন তিনি।
আরও পড়ুন: ইন্দোরে কোন খাবারে মজেছেন রোহিত-গিলরা, রবিবার ঘরের মাঠে নামছেন কোন ক্রিকেটার