উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ৩৫ রানে লিড বাংলার। মাত্র ৬০ রানে উত্তরপ্রদেশকে শেষ করে দেওয়ার অন্যতম কারিগর মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। একাই নিলেন ৪ উইকেট।
এদিকে ব্যাট করতে নেমে ভুবনেশ্বর কুমারের বিধ্বংসী বোলিংয়ে ৫ উইকেট হারিয়েছে বাংলাও। স্কোরবোর্ডে ৯৫ রান তুললেন মনোজ তিওয়ারিরা।
কুয়াশার জন্য শুক্রবার কানপুরে সঠিক সময় খেলা শুরু করা যায়নি। ১১টা ৪৫ মিনিটে টস হয়। একটি সেশন খেলাই হয়নি। গ্রিন পার্কের উইকেটে বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি কোনও দলের ব্যাটাররাই। একদিনে পড়ল মোট ১৫ উইকেট।
মহম্মদ কাইফ ছাড়াও এই ম্যাচে ৩ উইকেট তুলে নিয়েছেন সূরজ। ২ উইকেট ইশান পোড়েলের।