কোয়ার্টার ফাইনালে ভুরি ভুরি রেকর্ড গড়েছে টিম। মঙ্গলবার রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনাল। মধ্যপ্রদেশের বিরুদ্ধে নামার আগে বাংলা শিবিরে চিন্তা মনোজ তিওয়ারির চোট। গত ম্যাচে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। হাঁটুতে চোট পেয়ে অনিশ্চিত মনোজ। মনোজ না নামতে পারলে বাড়তি স্পিনার খেলানোর কথা ভাবছেন কোচ অরুণ লাল।
সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নামছে বাংলা। মধ্যপ্রদেশ টিমে রয়েছেন রজত পাতিদার, কুলদীপ সেনের মতো ক্রিকেটাররা। আইপিএলে ভাল ফর্মে ছিলেন রজত। তাই মধ্যপ্রদেশের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে জোর দিয়েছে বাংলা।
আরও পড়ুন: Sri Lanka T20 cricket: টি২০ ক্রিকেটে রেকর্ড গড়ে জয় শ্রীলঙ্কার, অস্ট্রেলিয়াকে দুরমুশ দাসুন শনাকার
কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচ ড্র করেও সেমিফাইনালে পৌঁছয় বাংলা। প্রথম ইনিংসে বাংলার ৯ জন ব্যাটার হাফসেঞ্চুরি বা তার বেশি রান করেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেই ফর্মই ধরে রাখতে চায় বাংলা।