দ্বিতীয় দিনের শেষে রঞ্জি ফাইনালে (Ranji Trophy Final) ১৪৩ রানে পিছিয়ে বাংলায সারাদিনে মাত্র ৩ উইকেট তুলেছেন মনোজরা। কিন্তু হাল ছাড়তে চাইছেন না কোচ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)।
শুক্রবার সকালে শুরুতেই উইকেট তুলে নেওয়ার পরিকল্পনা ছিল বাংলার। কিন্তু ইডেনে সেটা করে দেখাতে পারেননি বাংলার বোলাররা। তবে কোচ লক্ষ্মী জানান, এখনও তিনদিন খেলা বাকি আছে। শনিবার প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখনও অনেক সময় আছে। বাংলা ছন্দে ফিরবেই।
আরও পড়ুন: ৩১ মার্চ থেকেই শুরু আইপিএল, প্রথম ম্যাচেই হার্দিক বনাম ধোনি, কবে নামছে কেকেআর!
এদিন প্রথম সেশনে মাত্র ২টি উইকেট তোলে বাংলা। ৫ উইকেট খুইয়ে সৌরাষ্ট্রের সংগ্রহ ৩১৭ রান। দ্বিতীয় দিনের শুরুতে একটু ধরে খেলতে শুরু করেছিলেন শেল্ডন, বাসুদেবারা। অর্ধশতরান করেন শেল্ডন জ্যাকসন। তিনি আউট হতেই বাসুদেবাও চালিয়ে খেলেন। মধ্যাহ্নভোজের পর বাংলার অবস্থা এমন দাঁড়ায় যে, বোলিংয়ের খামতি ঢাকতে পার্টটাইমার হিসেবে বল হাতে তুলে নেন অধিনায়ক মনোজ। তবুও বাসুদেবা-চিরাগ জুটিতে ফাটল ধরাতে পারেনি বাংলার বোলাররা।