শেষ বল না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, এই ম্যাচ শেষ হয়েছে। ইডেনে রণজি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে পিছিয়ে থাকলেও, এই দাবি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার। ম্যাচ শেষে লক্ষ্মী জানিয়েছেন, পঞ্চম দিনের শেষ বল পর্যন্ত তাঁর দল লড়াই চালাবে। তবে বাংলার কোচ স্বীকার করেছেন, তাঁর দলকে এখনও অনেক রাস্তা পেরতো হবে। তবে ৩৩ বছর পর ইডেনে রণজি জয়ের স্বপ্ন এখনও ক্ষীণ, এমনটা মনে করছেন না বাংলার কোচ।
ঘরের মাঠে রণজি ট্রফির ফাইনালে এখনও পিছিয়ে বাংলা। তৃতীয় দিনের শেষে বাংলা পিছিয়ে আছে ৬১ রানে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মনোজ তিওয়ারিদের স্কোর ৪ উইকেটে ১৬৯ রান। ৫৭ রানে ব্যাট করছেন অধিনায়ক। সঙ্গী শাহবাজের অবদান ২১ বলে ১৩ রান। প্রাথমিক ঝটকা সামলে বাংলার দ্বিতীয় ইনিংসকে মজবুত করেন অনুষ্টুপ এবং মনোজ। ৬১ রান করে আউট হন অনুষ্টুপ। প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের স্কোর ৪০৪।
তৃতীয় দিনের শুরুতে ইডেনে পাহাড় প্রমাণ রান করে অল-আউট হয় সৌরাষ্ট্র। ৩৩ বছর পর ফাইনাল জয়ের আশায় তখনই কার্যত পিছিয়ে পড়েন মনোজ তিওয়ারিরা। এরমধ্যে জয়দেব উনাদকট এবং চেতন সাকারিয়ার দাপটে, ক্রমেই কোণঠাসা হতে শুরু করে বাংলার ব্যাটিং। ৪৭ রানে তিন উইকেট হারিয়ে প্রায় ধূসর হয়ে যায় জয়ের আশা। এরপর দুই সিনিয়র ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার ও মনোজ তিওয়ারি মিলিয়ে শনিবারের বারবেলায় ইডেনে বাংলাকে লড়াইয়ে ফেরান। ১০১ বলে ৬১ রান করে আউট হন অনুষ্টুপ।
দিনের শুরুতে ৪০৪ রানে শেষ হয় সৌরাষ্ট্রের প্রথম ইনিংস। বাংলার হয়ে মুকেশ কুমার ৪টি উইকেট নেন। তিনটি করে উইকেট আকাশদীপ সিং এবং ঈশান পোড়েলের।