Bengal Ranji Trophy : শেষ বল পর্যন্ত লড়বে বাংলা, ইডেনে পিছিয়ে থেকে দাবি লক্ষ্মীরতন শুক্লার

Updated : Feb 20, 2023 21:25
|
Editorji News Desk

শেষ বল না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, এই ম্যাচ শেষ হয়েছে। ইডেনে রণজি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে পিছিয়ে থাকলেও, এই দাবি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার।  ম্যাচ শেষে লক্ষ্মী জানিয়েছেন, পঞ্চম দিনের শেষ বল পর্যন্ত তাঁর দল লড়াই চালাবে। তবে বাংলার কোচ স্বীকার করেছেন, তাঁর দলকে এখনও অনেক রাস্তা পেরতো হবে। তবে ৩৩ বছর পর ইডেনে রণজি জয়ের স্বপ্ন এখনও ক্ষীণ, এমনটা মনে করছেন না বাংলার কোচ। 

ঘরের মাঠে রণজি ট্রফির ফাইনালে এখনও পিছিয়ে বাংলা। তৃতীয় দিনের শেষে বাংলা পিছিয়ে আছে ৬১ রানে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মনোজ তিওয়ারিদের স্কোর ৪ উইকেটে ১৬৯ রান। ৫৭ রানে ব্যাট করছেন অধিনায়ক। সঙ্গী শাহবাজের অবদান ২১ বলে ১৩ রান। প্রাথমিক ঝটকা সামলে বাংলার দ্বিতীয় ইনিংসকে মজবুত করেন অনুষ্টুপ এবং মনোজ। ৬১ রান করে আউট হন অনুষ্টুপ। প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের স্কোর ৪০৪। 

তৃতীয় দিনের শুরুতে ইডেনে পাহাড় প্রমাণ রান করে অল-আউট হয় সৌরাষ্ট্র। ৩৩ বছর পর ফাইনাল জয়ের আশায় তখনই কার্যত পিছিয়ে পড়েন মনোজ তিওয়ারিরা। এরমধ্যে জয়দেব উনাদকট এবং চেতন সাকারিয়ার দাপটে, ক্রমেই কোণঠাসা হতে শুরু করে বাংলার ব্যাটিং। ৪৭ রানে তিন উইকেট হারিয়ে প্রায় ধূসর হয়ে যায় জয়ের আশা। এরপর দুই সিনিয়র ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার ও মনোজ তিওয়ারি মিলিয়ে শনিবারের বারবেলায় ইডেনে বাংলাকে লড়াইয়ে ফেরান।  ১০১ বলে ৬১ রান করে আউট হন অনুষ্টুপ। 

দিনের শুরুতে ৪০৪ রানে শেষ হয় সৌরাষ্ট্রের প্রথম ইনিংস। বাংলার হয়ে মুকেশ কুমার ৪টি উইকেট নেন। তিনটি করে উইকেট আকাশদীপ সিং এবং ঈশান পোড়েলের। 

Bengal vs Saurashtra FinalRanji Trophy 2023Laxmi Ratan ShuklaCricket

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া