রঞ্জিতে হায়দরাবাদের বিরুদ্ধে ৭২ রানে জয় বাংলার। ২৩৯ রান তাড়া করতে নেমে ১৬৬ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন শাহবাজ আহমেদ। মাত্র ২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ-বিতে শীর্ষে উঠে এল বাংলা।
রবিবারও বাংলার বোলারদের পারফরম্যান্সের উপরই ম্যাচ দাঁড়িয়ে ছিল। হায়দরাবাদের ব্যাটসম্যান হিমালয় আগরওয়ালকে ফেরান আকাশদীপ। এরপরই তিলক ভর্মা ও প্রতীক রেড্ডির জুটি ভেঙে দেন শাহবাজ আহমেদ। দুই উইকেট পেয়েছেন মুকেশ ও এক উইকেট তুলে নিয়েছেন ইশান পোড়েল।
এলিট বি গ্রুপে প্রথম ইনিংসে ২৪২ রান করে বাংলা। হায়দরাবাদ ২০৫ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলা তোলে ২০১ রান। এদিন হায়দরাবাদের টার্গেট ছিল ২৩৯। রান তাড়া করতে নেমে ১৬৬ রানে অল আউট হয়ে যায় টিম।